রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের শারীরিক অবস্থা এখন অত্যন্ত আশঙ্কাজনক। তবে গুজব ছড়িয়ে পড়ে বর্ষীয়ান এই মন্ত্রীর মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে রবিবার হাসপাতালে উপস্থিত হয়ে তাঁর মেয়ে শ্রেয়া পাণ্ডে সাংবাদিকদের কাছে গুজবের খবর শুনে কেঁদে ফেলেন। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘গুজবে কান দেবেন না। বাবা অনেকটা সুস্থ আছে!’
তবে হাসপাতাল সূত্রে খবর, মন্ত্রীকে সম্পূর্ণ ভেন্টিলেশনে রাখা হয়েছে। ফুসফুসের অবস্থাও জটিল ছিল। আগের থেকে ভাল আছেন। তবে সকাল পর্যন্তও প্রবীণ এই রাজনীতিকের শারীরিক পরিস্থিতির উন্নতি হচ্ছিল না। গত শুক্রবার প্রায় অচৈতন্য অবস্থায় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল রাজ্যের মন্ত্রীকে। তারপর যত সময় গড়িয়েছে তত নানা গুজব ছড়িয়ে পড়েছে। অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়েছে মন্ত্রী সাধন পাণ্ডে আর বেঁচে নেই। তোলপাড় হয়ে যায় এই খবরে। পরে অবশ্য তাঁর মেয়ে এই খবরে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং জানিয়ে দেন, গুজবে কান দেবেন না। আগের থেকে ভাল আছেন সাধন পাণ্ডে।
হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসক নবারুণ রায়ের তত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে৷ শ্বাসকষ্ট, কাশি আছে। রক্তচাপের সমস্যাও দেখা দিয়েছে তাঁর। হৃদস্পন্দনেও সমস্যা হচ্ছিল। তবে আগের থেকে ভাল আছেন। ব্রেনেও খানিকটা প্রভাব পড়েছে প্রবীণ মন্ত্রীর। এই পরিস্থিতিকে চিকিৎসকরা বলছেন, ব্রেন এন্সেফালোপ্যথি। তবে এদিন তাঁর মেয়ে শ্রেয়সী পাণ্ডে বলেন, ‘শরীরে অক্সিজেনের মাত্রা অনেকটাই কম ছিল। এখন ভেন্টিলেশনে আছে। তবে আগের থেকে অনেক সুস্থ আছে!’
Be the first to comment