চলতি মাসের শেষ সপ্তাহে দিল্লি যাওয়ার কথা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা নিজেই জানিয়েছিলেন, তিনি জুলাইয়ের শেষ সপ্তাহে দিল্লি যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রীর। প্রাথমিকভাবে ২৫ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়ার কথা থাকলেও একদিন পরে অর্থাৎ ২৬ তারিখ দিল্লি যাবেন তিনি, সূ্ত্রের খবর এমনটাই।
সূত্রের খবর, এই সফরে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে পারেন তৃণমূল সুপ্রিমো। দিল্লি সফর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘নির্বাচনের পর প্রত্যেকবার দিল্লি যাই। এবার কোভিডের জন্য যাওয়া হয়নি। সংসদের অধিবেশনের সময় যাব। অনেক বন্ধুর সঙ্গে দেখা হবে’। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও তাঁর দেখা হওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মমতা।
এদিকে, সম্প্রতি রাহুল গান্ধীর বাড়িতে গিয়েছিলেন প্রশান্ত কিশোর। রাহুলের সঙ্গে বৈঠকের পাশাপাশি সেদিন সোনিয়ার সঙ্গে তাঁর কথা হয় বলে জানা যায়। রাহুল-সোনিয়ার সঙ্গে পিকের সাক্ষাতের পর দিল্লি গিয়ে মমতা-সোনিয়া সাক্ষাৎ হলে, তা রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হবে বলে ব্যাখ্যা রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।
Be the first to comment