সপ্তাহের শেষ দিনে দাম অপরিবর্তিত পেট্রল-ডিজেলের। গতকাল, অর্থাৎ শনিবার ফের একবার ঊর্ধ্বগামী ছিল দামের পারদ। গতকালের তুলনায় আজ দাম না বাড়লেও, নিয়ত মূল্যবৃদ্ধি চিন্তায় রেখেছে সাধারণ মানুষকে। সেঞ্চুরির নীচে কবে নামবে দাম তা এখনই বলা যাচ্ছে না।
একনজরে দেখে নেওয়া যাক দেশের কোথায় পেট্রল-ডিজেলের দাম আজ কত?
কলকাতা শহরে রবিবার প্রতি লিটার পেট্রলের বিক্রয়মূল্য ১০২ টাকা ০৮ পয়সা। লিটার প্রতি ডিজেলের বিক্রয়মূল্য ৯৩ টাকা ০২ পয়সা। গতকালের তুলনায় আজ অপরিবর্তিত পেট্রল ও ডিজেল দুইয়েরই দাম। নাগড়ে পেট্রপণ্যের মূল্যবৃদ্ধির কারণে গোটা শহর জুড়ে এর আগে একাধিকবার বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অংশ নিয়েছেন পেট্রলপাম্পের মালিকরাও৷ ভবিষ্যতে পেট্রলের দাম না কমলে কী হয় সেটাই এখন দেখার।
কলকাতার পাশাপাশি দিল্লি শহরেও অপরিবর্তিত পেট্রল-ডিজেলের দাম। রবিবার লিটার প্রতি পেট্রলের দাম ১০১ টাকা ৮৪ পয়সা। প্রতি লিটার ডিজেলের বিক্রয়মূল্য ৮৯ টাকা ৮৭ পয়সা। গতকালের তুলনায় আজ অপরিবর্তিত পেট্রপণ্যের দাম।
চার মেট্রো শহরের মধ্যে মুম্বইতেই প্রথম শতক পেরিয়েছিল পেট্রল। সপ্তাহের শেষ দিনে লিটার প্রতি মূল্য ১০৭ টাকা ৮৩ পয়সা। ডিজেলের মূল্য ৯৭ টাকা ৪৫ পয়সা। গতকালের তুলনায় আজ অপরিবর্তিত পেট্রল-ডিজেলের দাম।
চেন্নাইতে রবিবার লিটার প্রতি পেট্রলের দাম ১০১ টাকা ৪৯ পয়সা। লিটার প্রতি ডিজেল ৯৪ টাকা ৩৯ পয়সা। বাকি চার মেট্রো শহরের মতোই চেন্নাই শহরেও গতকালের তুলনায় আজ দামের কোনওরকম পরিবর্তন আসেনি।
Be the first to comment