উপত্যকায় বিশেষ নজর রাষ্ট্রপতির, ৩ দিনের সফরে কোথায় যাবেন তিনি? জানুন বিস্তারিত!

Spread the love

জম্মু-কাশ্মীর ও লাদাখ সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগামী ২৫ থেকে ২৭ জুলাই তিনি জম্মু-কাশ্মীর যাবেন। আগামী ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস রয়েছে, সশস্ত্র বাহিনীর সুপ্রিম কম্যান্ডার হিসাবে তিনি সেই অনুষ্ঠানেও যোগ দিতে পারেন। কার্গিলের দ্রাসের এই অনুষ্ঠানে তিনি যোগ দিতে পারেন।

নিরাপত্তার কারণে রাষ্ট্রপতির বিস্তারিত সফরসূচি জানা না গেলেও, সূত্র অনুযায়ী তিনি উপত্যকায় একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। জম্মু-কাশ্মীরের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল এস ডি সিং জামওয়াল ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করেছেন, সমস্ত সেনাকর্মীদের ছুটি নিতে বারণ করা হয়েছে।

এর আগে ২০১৯ সালেও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জম্মু-কাশ্মীর সফরে গিয়েছিলেন। সেখান থেকে তিনি কার্গিলের স্মৃতি সৌধে মাল্যদান করার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে তিনি যেতে পারেননি। এ বারের সফরে তিনি তাই কার্গিলকে বিশেষ গুরুত্ব দিতে পারেন।

সম্প্রতিই জম্মু-কাশ্মীরের রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের ঐতিহাসিক সিদ্ধান্তের পর প্রথমবার ফারুক আবদুল্লা, মেহবুবা মুফতি সহ সমস্ত কাশ্মীরী নেতার মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*