নবান্ন যাওয়ার পথে আচমকাই করোনা টিকাকেন্দ্রে গেলেন মুখ্যমন্ত্রী। সোমবার বাড়ি থেকে বেরিয়ে নবান্ন যাওয়ার পথে ভবানীপুর ট্রাম ডিপোর উল্টো দিকের ওই সেন্টারে গিয়ে ভ্যাকসিন কর্মসূচি খতিয়ে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে যারা টিকা নিতে এসেছিলেন তাদের সঙ্গে কথাও বলেন। টিকাকরণ কেন্দ্রটি ঘুরে দেখেন তিনি। সেখানকার কাজকর্ম ঘুরে দেখেন। এরপর আবার নবান্নের দিকে রওনা দেন মুখ্যমন্ত্রী।
এদিন হঠাৎই মুখ্যমন্ত্রী নিজের বাড়ির কাছের টিকাকরণ কেন্দ্রে যান। কী ভাবে প্রক্রিয়া চলছে তা খোঁজ খবর নেন। সকলে টিকা পাচ্ছে কি না, পর্যাপ্ত টিকা রয়েছে কি না সবই খতিয়ে দেখেন তিনি।
উল্লেখ্য, বাংলায় আপাতত নিম্নগামী দৈনিক সংক্রমণের গ্রাফ। কমছে মৃত্যু। তবে কলকাতায় একশোর কাছাকাছি মানুষ নতুন করে সংক্রমিত। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮০১ জন। সংক্রমণের পাশাপাশি কমেছে মৃতের সংখ্যাও। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের। রাজ্যে সুস্থতার হার ৯৭.৯৫ শতাংশ। একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ১০১২ জন।
Be the first to comment