মাধ্যমিকের রেজাল্ট নিয়ে ট্রোল করতে গিয়ে নিজেই কোণঠাসা শতরূপ

Spread the love

মাধ্যমিকের রেজাল্ট নিয়ে ট্রোল করতে গিয়ে নিজেই ট্রোলড হলেন CPIM নেতা শতরূপ ঘোষ। মঙ্গলবার মাধ্যমিকের ফলাফল ঘোষণা হতেই দেখা যায় পাশের হারে সর্বকালীন রেকর্ড। নজির গড়ে প্রথম স্থান অধিকার করেছেন ৭৯ জন। সকলেই পেয়েছেন ৭০০-এ ৬৯৭। বেনজির এই রেজাল্ট নিয়ে রাজ্য সরকারকেই কটাক্ষ করে ফেসবুক পোস্ট করেন শতরূপ। কিছুক্ষণের মধ্যেই তা বুমেরাং হয়ে ফিরে আসে তাঁর কাছে। পাল্টা নেটিজেনরাই তাঁকে ট্রোল করতে শুরু করেন।

কী লিখেছিলেন শতরূপ?

https://www.facebook.com/shatarup.ghosh.9/posts/10159384444529836

এদিন মাধ্যমিকের রেজাল্ট বেরতেই শতরূপ তাঁর ফেসবুকে লেখেন, ‘একসাথে ৭৯ জন ছায়া প্রকাশনীর মডেল!’ মুহূর্তের মধ্যেই এই পোস্ট নিয়ে হাসহাসি শুরু হয় নেটমাধ্যমে। তঁর পোস্টের নিচে পড়তে থাকে একের পর এক কমেন্ট। কেউ লেখেন, ‘এ বছর ফেলের হার তো তোমাদের MLA সংখ্যার সমান।’ তো কেউ লেখেন, ‘মাধ্যমিকে ফেলের সংখ্যা যা, CPIM-এর বিধায়ক সংখ্যাও তাই।’

কেউ আবার কটাক্ষ ছুঁড়ে দেন, ‘আমাদের শতরূপদা যা ভোট পেয়েছিলেন, ওই ৭৯ জনের নম্বর যোগ করলে তার চেয়ে বেশি হবে।’ সব মিলিয়ে শতরূপের এই পোস্ট নেটিজেনদের কাছে হাসির খোরাকে পরিণত হয়। বেশ কিছুক্ষণ ধরে ট্রোলিং চলে নেটপাড়ায়।

প্রসঙ্গত, চলতি বছর করোনার কোপে বাতিল হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কোভিড আবহে ভোটের প্রচার হলেও পরীক্ষা কেন বাতিল করা হল তা নিয়ে একাধিকবার সরব হয়েছে রাজ্য বামফ্রন্ট। ছাত্র-যুব সংগঠনের তরফে স্কুল-কলেজ খোলার দাবিও জানানো হয়েছে একাধিকবার। এবার সেই সূত্র ধরেই পরীক্ষা ছাড়াই পড়ুয়াদের মূল্যায়নের এই নজিরবিহীন ঘটনা তুলে ধরতেই ফেসবুকে ওই পোস্ট করেন শতরূপ ঘোষ। কিন্তু, পালটা নিজেই ফেঁসে যান বাম নেতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*