বাজারের মাঝে আত্মঘাতী বিস্ফোরণে মৃত কমপক্ষে ৩৫, দায় স্বীকার আইএস-এর

Iraqi security forces inspect the site of an explosion in Sadr City district of Baghdad, Iraq July 19, 2021. REUTERS/Wissam Al-Okaili
Spread the love

ব্যস্ত বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৩৫। বাগদাদে সেই বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করল আইএস। সোমবার সন্ধেয় এই আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় ৬০ জনেরও বেশি আহত হয়েছেন। আইএস এই হামলার দায় স্বীকার করেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

ইরাকের প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত এক বিবৃততে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমি হামলার পর উচ্চপদস্থ সেনা কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ টুইটে লিখেছেন, ইদে আগের দিনই সদর এলাকায় সাধারণ মানুষের ওপর হামলা চালানো হয়েছে। সন্ত্রাসবাদকে সমূলে উৎপাটন না কতা পর্যন্ধ থেমে থাকব না।’

এর আগে গত এপ্রিলে আইএস বাগদাদের শিয়া এলাকায় সদর সিটিতে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*