করোনা আবহে এবার বার্ড ফ্লু প্রাণ কাড়ল ১১ বছরের এক কিশোরের। দিল্লির AIIMS-এ চিকিৎসারত ছিল সে। মঙ্গলবার সেখানেই তার মৃত্যু হয়। তার সংস্পর্শে আসা সমস্ত চিকিৎসাকর্মীদের আইসোলেশনে রাখা হয়েছে। চলতি বছর এটিই প্রথম বার্ড ফ্লুতে মৃত্যু। কোভিড মৃত্যুর বাড়বাড়ন্তের মধ্যেই বার্ড ফ্লুর থাবা চিন্তার ভাঁজ ফেলছে বিশেষজ্ঞদের কপালে।
প্রসঙ্গত, জানুয়ারি মাসে একাধিক রাজ্যে বার্ড ফ্লু থাবা বসিয়েছিল। সেই সময় মধ্যেই হিমাচল প্রদেশের কাঙরা জেলার পোঙড্যাম জলাধার থেকে ১৮০০ পরিযায়ী পাখির মৃতদেহ পাওয়া যায়। গত ২৯ ডিসেম্বর পোঙড্যামে প্রথম পাখির মৃতদেহ পাওয়া যায় হিমাচলের মাঝহার, বাথারি, সিহাল, জাহনলি, চাট্টা, ধামেতা, কুঠেরা অঞ্চলে। বার্ড ফ্লুতে মৃত্যু হয়েছিল পরিযায়ী পাখিদের।
শুধু অবশ্য হিমাচল প্রদেশ নয়, রাজস্থান, মধ্যপ্রদেশেও ছড়িয়েছিল বার্ড-ফ্লু আতঙ্ক। এমনকী সেই সময় পশ্চিমবঙ্গের জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন এলাকাতেও পায়রা মৃত্যুকে ঘিরে ছড়িয়েছিল বার্ড ফ্লু আতঙ্ক। এবার বার্ড ফ্লুতে এক কিশোরের মৃত্যুর ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে।
সূত্রের খবর, হেঞ্জিয়াং শহরের বাসিন্দা ৪১ বছরের এক ব্যক্তি আক্রান্ত হন। তবে সুস্থ হয়ে ওঠেন তিনি। ওই ব্যক্তির সংস্পর্শে যাঁরা ছিলেন, তাঁদের মধ্যেও কোনও সমস্যা দেখা দেয়নি। তবে এই সংক্রমণ ছড়িয়ে পড়া বা মহামারির আকার নেওয়ার কোনও সম্ভাবনা নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন। NHC জানিয়েছে, এর আগে বিশ্বে H10N3 স্ট্রেইন থেকে মানুষের সংক্রমণের কোনও ঘটনার রেকর্ড নেই। এটিই প্রথম।
Be the first to comment