তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর বুধবারই প্রথম একুশে জুলাইয়ের সভায় প্রথম বক্তব্য রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শেষের পরই মঞ্চে অভিষেক বলেন,’আমরা মাথা নত করব না। স্বৈরাচারী শক্তিকে হঠিয়ে উজ্জ্বল ভারত গড়তে একজোট হতে হবে আমাদের। ভয় দেখিয়ে লাভ নেই আমাদের। শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। ভারতকে সঠিকভাবে স্বাধীন করে তমসাচ্ছন্ন ভারতবর্ষে মুক্তির সূর্যোদয় ঘটাবে এই বাংলাই’।
অভিষেক এদিন আরও বলেন, ‘নেত্রীর দিকনির্দেশিকায় আগামী দিনে তৃণমূল সাংগঠনিক ভাবে আরও শক্তিশালী হবে। সকলকে ধন্যবাদ যাঁরা আমাদের এই ভার্চুয়াল সভায় অংশ নিয়েছেন’।
অন্যদিকে, একুশে বাংলা জয়ের পর এবার ২০২৪ সালে লোকসভা নির্বাচনে দিল্লি দখলের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একুশে জুলাইয়ের সভায় মমতা বলেন, ‘একটা খেলা হয়েছে। আবার হবে। যতদিন বিজেপিকে বিদায় করতে না পারি, রাজ্যে রাজ্যে খেলা হবে। ১৬ অগাস্ট খেলা দিবস পালিত হবে’। তৃণমূল সুপ্রিমো আরও বলেছেন, ‘একটা ফ্রন্ট তৈরি করা হোক। আমি সামনের সপ্তাহে দিল্লি যাব’। দিল্লি সফরে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন মমতা। বিজেপি বিরোধী নেতাদের উদ্দেশে মমতা এও বলেন, যাতে সকলে মিলে আলোচনায় বসতে পারেন।
Be the first to comment