পূর্ব ঘোষণা মতোই ২১ জুলাই, বুধবার আত্মপ্রকাশ করলো তৃণমূল কংগ্রেসের সাপ্তাহিক মুখপত্র “জাগো বাংলা”। ২০০৫ সাল থেকে “জাগো বাংলা” সাপ্তাহিক পত্রিকা হিসাবেই প্রকাশিত হয়ে আসছিল। তবে করোনার কারনে আপাতত দৈনিক “জাগো বাংলা” ই-পেপার হিসাবেই প্রকাশিত হবে। আর করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই প্রকাশিত হবে নিউজ প্রিন্টের ছাপা কাগজ।
প্রসঙ্গত, আগামীদিনে জাতীয় রাজনীতিতে নিজেকে নতুন করে তুলে ধরতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারিভাবে কিছু ঘোষণা না করা হলেও তৃণমূল কংগ্রেস নানা সিদ্ধান্তে বুঝিয়ে দিচ্ছে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রধানমন্ত্রী হওয়ার একমাত্র দাবিদার। আর সেই লক্ষ্য পূরণে “জাগো বাংলা”কে আরও সুন্দর করে সাজানোর পরিকল্পনা রয়েছে দলের থিঙ্ক ট্যাঙ্কের।
Be the first to comment