রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে মুখোমুখি দেখা হতে চলেছে মুকুল রায়ের। দলবদলের পর এটাই প্রথম মুখোমুখি বৈঠক দু’জনের। আগামী ৩০ জুলাই বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠক। সেখানেই শুভেন্দু অধিকারী–মুকুল রায়ের ঐতিহাসিক সাক্ষাৎ–পর্ব হবে।
প্রসঙ্গত, নানা চেষ্টা করেও আটকানো যায়নি মুকুল রায়কে। তিনিই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। আবার তিনিই কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক। আবার এই কমিটির অন্যতম সদস্য শুভেন্দু অধিকারী। এবার তাঁদের মধ্যে একটি বৈঠকে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৈঠক নিয়ে মুকুল রায়, শুভেন্দু অধিকারী–সহ এই কমিটির ২০ জন সদস্যকে তা জানানো হয়েছে। তবে সূত্রের খবর, এই বৈঠকের আগেই পিএসি’র চেয়ারম্যান পদ থেকে মুকুলকে সরাতে আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি।
বিজেপির দাবি, এখনও খাতায় কলমে মুকুল রায় বিজেপির বিধায়ক। আর পিএসি’র চেয়ারম্যান হিসাবে মুকুল রায়ের নাম বিজেপি প্রস্তাবই করেনি। বিধানসভার নিয়ম অনুযায়ী, কমিটির চেয়ারম্যানের নামের প্রস্তাব দলই করবে। সেখানে বিজেপির সমর্থন ছাড়াই মুকুল রায় এই কমিটির মাথায়। শুভেন্দুরা চেয়েছিলেন, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হোক বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ীকে। কিন্তু সেটা ফলপ্রসূ হয়নি। তার মধ্যেই ফের দেখা।
Be the first to comment