পেগাসাস বিতর্কে দিল্লিতে সংসদের বাইরে গান্ধিমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা। সেখানে উপস্থিত হন সাংসদ তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধি। এই বিক্ষোভ সমাবেশ থেকে দাবি পেগাসাস কাণ্ডে সুপ্রিম কোর্টের তত্বাবধানে বিচারবিভাগীয় তদন্তের দাবিও করা হয়। এই স্পাইওয়্যার তদন্তের দাবি জানিয়ে রাহুল গান্ধি নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তিনি বলেন, আমার ফোনেও আড়ি পাতা হয়েছে। শুধু এই ফোনটা নয়, আমার সমস্ত ফোনে নজরদারি চলছে। যদিও আমি ভীত নই। কারণ চোর বা দুর্নীতিগ্রস্ত মানুষরা ভয় পায়। যদি আপনি এদের কোনটাই না হন, তবে ভয় পাওয়ার কোনও কারণ নেই।… আমি মানুষের হয়ে আওয়াজ তুলছি। এটা মানুষের কথা বলার অধিকারে আক্রমণ। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যে প্রযুক্তি ব্যবহার করে ইজরায়েল, ভারতে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে সেই প্রযুক্তি ব্যবহার করছেন মোদি-অমিত শাহ। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগেরও দাবি জানান রাহুল গান্ধি।
Be the first to comment