মুখ্যমন্ত্রী সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য, গ্রেপ্তার অশোকনগরের যুবক

Spread the love

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ। গ্রেপ্তার উত্তর ২৪ পরগনার অশোকনগরের এক যুবক। ধৃতের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

জানা গিয়েছে, ধৃতের নাম সুভাষ মণ্ডল। বয়স ৩৫ বছর। উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা তিনি। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করতেন তিনি। স্বাভাবিকভাবেই বিষয়টি তৃণমূল কর্মীদের নজরে পড়ে। এরপরই তাঁরা অভিযুক্তের বিরুদ্ধে অশোকনগর থানায়। তদন্তে নেমে কয়েকঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। কী কারণে মুখ্যমন্ত্রী সম্পর্কে এহেন মন্তব্য, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

উল্লেখ্য, সম্প্রতি শিক্ষামন্ত্রী বাত্য বসুর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্যে অভিযোগ উঠেছিল এক ব্যবসায়ীর বিরুদ্ধে। বিষয়টি শিক্ষামন্ত্র্রীর নজরে পড়ে। ২ জুন এবিষয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ব্রাত্য বসু। এরপরই তদন্তে নামে পুলিশ। পাটুলি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এই প্রথম নয়, প্রায়ই সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ আক্রমণের শিকার হন জনপ্রতিনিধিরা। পুলিশের তরফে পদক্ষেপও নেওয়া হয়। তা সত্ত্বেও বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*