রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের সাসপেনশনের প্রতিবাদে বিরোধী রাজনৈতিক দলগুলিকে এক ছাতার তলায় আনতে চাইছে তৃণমূল। শুক্রবার সংসদের বাদল অধিবেশন থেকে তৃণমূল সাংসদ শান্তনুকে সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। তারপরেই প্রতিবাদে সরব হয় তৃণমূল সংসদীয় দল। নিজেদের সেই প্রতিবাদ কর্মসূচিতে বিরোধী রাজনৈতিক দলগুলিকেও শামিল করতে চায় তারা।
তৃণমূল সূত্রের খবর, শান্তনুকে সাসপেন্ড করার সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্যসভার চেয়ারম্যানকে প্রতিবাদপত্র দিতে চলেছে তৃণমূল। সেই প্রতিবাদপত্রে তৃণমূল ছাড়াও অন্য বিরোধী রাজনৈতিক দলগুলির রাজ্যসভার সাংসদদের স্বাক্ষর নেওয়ার তোড়জোড় শুরু করছে তারা।
Be the first to comment