শনিবারও বৃষ্টি চলবে কলকাতা ও শহরতলিতে। শুক্রবার সন্ধ্যা থেকেই শুরু হয়েছে এই বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরপশ্চিম বঙ্গোপাসগরে নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরেই এই বৃষ্টি হচ্ছে। তবে আপাতত ওড়িশা ওঅন্ধ্রপ্রদেশের দিকে সরে যাচ্ছে নিম্নচাপ। এর জেরে বৃষ্টি কিছুটা কমলেও দিনভরই আকাশ মেঘলা থাকবে।
তবে দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস। তবে শুধু কলকাতায় নয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।
সেক্ষেত্রে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের মালদহ ও দুই দিনাজপুরে বৃষ্টির দাপট অনেকটাই কম থাকবে। উত্তরের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাসিন্দাদের দাবি বৃষ্টি হলেও প্যাচপ্যাচে গরম থেকেই গিয়েছে। এর জেরে যথেষ্ট অস্বস্তি বেড়েছে। কলকাতার আকাশ অংশত মেঘলা রয়েছে শনিবার ।
Be the first to comment