কবিতাঃ অলীক

Spread the love

চন্দ্রাবলী ব্যানার্জীঃ

হঠাৎ কেন মন খারাপের দেশে

এলাম আমি রাজ ভিক্ষারির বেশে?

চাওয়াটা ঠিক লেগেই আছে,

অনেক পাওয়ার মাঝে ।

হঠাৎ যদি মন্ত্রী হতাম, কিংবা ফিল্মস্টার,

পের্টিকোতে থাকতো সারি নামীদামী কার,

কিংবা ধরো হতাম যদি মস্ত খেলোয়ার,

কত নামযে হত আমার, বিশ্ব জোড়া গ্ল্যামার ।

কিংবা যদি পেতাম আমি ভুতের রাজার বর,

ইছা মত খাওয়া, ঘোরা দেশ দেশান্তর ।

আবার ভাবি সত্যি যদি পরশপাথর পেতাম,

সব কিছুতেই ছুঁয়ে দিয়ে,বিশাল ধনী হতাম।

চাওয়া সেই চাওয়াই থাকে, হয়না আশা পূরণ,

পূজো করি,মানত করে,দেবদেবীদের স্মরণ ।

একলা মনে আবার ভাবি,একলা ঘরের কোণে,

মনের মত মানুষ দিও,একলা থাকা মনে ।

সেটাও আর হয়না পাওয়া,সেও যে অলীক চাওয়া,

তবুও মনে দ্বন্দ্ব আনে,হিসাব চাওয়া পাওয়া ।।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*