এনআরএস হাসপাতালে ৬ টি ডোমের চাকরিতে ১০০ ইঞ্জিনিয়ার, ২০০০ স্নাতক এবং ৫০০ স্নাতকোত্তরের আবেদন করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যে লক্ষ লক্ষ চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল, সেই প্রশ্ন তুলেছেন তিনি।
এদিন হেস্টিংসে সাংবাদিক সম্মেলন করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেন, এখন রাজ্যে বেকারি ২৬%-এর বেশি। রাজ্যে বেকারি কমেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবি তিনি উড়িয়ে দিয়ে বলেছেন, আশপাশের সব রাজ্যের থেকে এই রাজ্যে বেকারি সব থেকে বেশি।
রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেছেন, রাজ্য সরকার প্রতিবছর, বেঙ্গল সামিট করে। প্রচুর পয়সা খরচ করে তাতে। সেইসব বেঙ্গল সামিট থেকে ১২ লক্ষ কোটি টাকার বিনিযোগের ব্যাপারেও দাবি করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী। সেখানে ২৮ লক্ষ চাকরির কথা বলা হয়েছিল। কিন্তু কোনও হিসেবই মেলেনি সেখানে। তিনি আরও কটাক্ষ করে বলেছেন, রাজ্যে বিরোধীদের আটকাতে গিয়ে বেকারত্বের সংখ্যা বাড়াচ্ছেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি দিলীপ ঘোষ এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কটাক্ষ করতে গিয়ে বলেছেন, রাজারহাটের যে জমি ঘিরে সিলিকন ভ্যালি গড়ার প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার, সেখানে এখন গরু চড়ে বেড়ায়। আর সিঙ্গুরে যেখান থখেকে টাটাদের উৎখাত করেছিল তারা, সেখানে এখন কাশফুল ফুটে রয়েছে। তিনি বলেছেন, রাজ্যে চাকরি না থাকার জন্য যুবকরা মহারাষ্ট্র কিংবা গুজরাতেই শুধু নয়, উত্তর প্রদেশের মতো রাজ্যেও যাচ্ছেন বলে দাবি করেছেন তিনি।
এছাড়াও রাজ্যে ভ্যাকসিনের অভাব নিয়ে প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেছেন, জুলাই মাসে রাজ্যের পাওয়ার কথা ৯০ লক্ষ ভ্যাকসিন। রাজ্যে প্রায় সাড়ে পনেরোশো ভ্যাকসিন বিতরণ কেন্দ্র রয়েছে। কিন্তু ছোট রাজ্যে ত্রিপুরা যেখানে লোকসংখ্যা মাত্র ৪০ লক্ষ সেখানে তেরোশোর মতো ভ্যাকসিন বিতরণ কেন্দ্র রয়েছে। রাজ্যে ভ্যাকসিন বিতরণ কেন্দ্র পর্যাপ্ত নয় বলে অভিযোগ করেছেন তিনি।
Be the first to comment