বাংলায় আশার আলো দেখাচ্ছেন কোভিডজয়ীরা। ক্রমশই ঊর্ধ্বমুখী সুস্থতার হার। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৮.০৩ শতাংশ। শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিল অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৩০ জন। একদিনে মৃত্যু হয়েছে আটজনের। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৯২০ জন।
অন্যদিকে, চিন্তা বাড়াচ্ছে দুই রাজ্যে। আক্রান্ত এবং মৃতের সংখ্যায় উদ্বেগ রয়েছে দার্জিলিং এবং উত্তর ২৪ পরগনায়। দার্জিলিঙে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৯ জন। মৃত্যু হয়েছে একজনের। পাশাপাশি উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৮৬ এবং মৃত তিনজন। গত ২৪ ঘণ্টায় কলকাতা শহরেও একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৫৮ জন।
এদিকে, দার্জিলিংয়ে আসা পর্যটকদের ক্ষেত্রে ভ্যাকসিনের দু’টি ডোজ অথবা করোনা নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক। পাহাড়ে প্রবেশের আগে বিভিন্ন জায়গায় নাকা চেকিং করে সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশকর্মীরা। একই সঙ্গে পাহাড়ে আসা পর্যটকদের মধ্যে যারা স্বাস্থ্যবিধি মানছেন না, পুলিশ তাঁদের গ্রেফতারও করেছে।
Be the first to comment