সিকিম ফের ভূমিকম্প। রবিবার রাত ৮.৩৯ মিনিটে সিকিও উত্তরবঙ্গের একাংশে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল সিকিমের রাজধানী গ্যাংটকের কাছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.০।
জানা গিয়েছে, রবিবার রাতের ভূমিকম্পের উপকেন্দ্র ছিল গ্যাংটক থেকে ১১ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্র। এদিন সিকিম ও দার্জিলিং পাহাড়ের একাংশে কম্পন অনুভূত হয়। প্রাথমিক ভাবে কিছু জায়গায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়ালেও ক্ষয়ক্ষতির তেমন কোনও খবর নেই।
Be the first to comment