মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর দিল্লি সফর প্রসঙ্গে দিলীপ বলেছেন, ‘পশ্চিমবঙ্গে অনেক সমস্যা চলছে। হিংসা চলছে, ভ্যাকসিন নিয়ে দুর্নীতি চলছে, ভুয়ো অফিসার নিয়ে মানুষ জেরবার। এখান থেকে খানিকটা রিল্যাক্স করতে দিল্লি যাচ্ছেন’।
দিল্লি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবারই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে দিলীপ বলেছেন,’ মোদীজির সঙ্গে দেখা করবেন, যে বেতন দিতে পারছি না, মানুষকে সেবা দিতে পারছি না, সহযোগিতা করুন, না হলে সরকার চালাতে পারছি না’। কংগ্রেসকে নিশানা করে দিলীপ বলেছেন, ‘কংগ্রেস দুর্দশার মধ্যে আছে। ওরা চাইছে চব্বিশের সেটিং করতে’। পেগাসাস ইস্যু প্রসঙ্গে দিলীপের মন্তব্য, ‘পেগাসাস খায় না মাথায় দেয়, সাধারণ মানুষ জানে না’।
অন্যদিকে, তৃণমূল সাংসদ সৌগত রায়কে আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘সারাজীবন চামচাগিরি ও দাসত্ব করে কাটালেন। এরকম শিক্ষাককে ধিক্কার জানাই। এই শিক্ষা চাই না’। উল্লেখ্য, দিলীপের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সৌগত। তৃণমূল সাংসদের সেই মন্তব্যের পাল্টা আক্রমণ শানালেন দিলীপ।
প্রসঙ্গত, পাঁচদিনের সফরে দিল্লিতে মোদী বিরোধী ঐক্য গড়ে তুলতে একাধিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন মুখ্যমন্ত্রী। বৈঠক করতে পারেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও। তৃতীয়বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার। মুখ্যমন্ত্রী পদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরই বাংলার গণ্ডি ছাড়িয়ে জাতীয় রাজনীতিতে গুরুত্ব বাড়াতে শুরু করেছে তৃণমূল।
Be the first to comment