রাত ৯টা পেরিয়ে গিয়েছে। জারি শহর জুড়ে নাইট কার্ফু। কোথাও বিধিভঙ্গ হচ্ছে কি না তা নিয়ে সদা সতর্ক পুলিশ। কলকাতা পুলিশের পার্ক সার্কাস ইস্ট ট্রাফিক গার্ড ওসির নেতৃত্বে বেনিয়াপুকুর থানা এলাকার পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, পার্ক স্ট্রিট, লাউডন স্ট্রিট, শেক্সপিয়র সরণি থানার সামনে চলে নাকা চেকিং। এসবের মধ্যেই পার্ক স্ট্রিট থেকে মল্লিকবাজার যাওয়ার পথে লাউডন স্ট্রিট- পার্ক স্ট্রিট ক্রসিংয়ে পুলিশের নাকা চেকিংয়ে আটকে যায় তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের গাড়ি। গাড়িতে প্রেস স্টিকার লাগানো ছিল। তবে কুণালের দাবি পুলিশ খুব ভালো কাজ করেছে।
কুণাল ঘোষ বলেন, ‘আমি কাজের জন্য অফিসে গিয়েছিলাম। আমি নিজের পরিচয় দিতে পারতাম। পাস দিয়ে বেরিয়েও যেতে পারতাম। কিন্তু সাধারণ মানুষের মতোই দাঁড়িয়ে ছিলাম। পুলিশ খুব ভালো করছেন। আমি সবাইকে পুলিশের সঙ্গে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি।’
কুণাল বেরিয়েছিলেন জরুরি প্রয়োজনে। কিন্তু রাতের সব গাড়ি জরুরি প্রয়োজনে বেরিয়েছে কি না সেটাই নিশ্চিত করতে চাইছে পুলিশ। তাদের কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। কেন তারা রাত ৯টার পর রাস্তায় বেরিয়েছেন সেব্যাপারে পুলিশ জানতে চাইছে। তবে সেই কথায় কোনও অসংগতি পেলেই পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।
Be the first to comment