এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে দেখা করলেন জৈন হাওয়ালা কেলেঙ্কারি প্রথম সামনে নিয়ে আসা প্রবীণ সাংবাদিক। তৃণমূল নেত্রীর দিল্লি সফর চলাকালীন ওই সাংবাদিকের সাক্ষাৎ রীতিমতো তাৎপর্যপূর্ণ ঘটনা বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই জৈন হাওয়ালা কেলেঙ্কারি জড়িত আরও বেশ কয়েকজনের নাম সাংবাদিক সম্মেলন করেই সামনে আনে তৃণমূল। সেই নামের মধ্যে জগদীপ ধনখড় নামে একজনের নাম সামনে আসে। সেই জগদীপ ধনখড়ই কি রাজ্যের বর্তমান রাজ্যপাল তা নিয়েই প্রশ্ন তোলে তৃণমূল? যদিও ধনখড় দাবি করেন, জৈন হাওয়ালা কাণ্ডের চার্জশিটে তাঁর নাম ছিল না। তাঁর বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ নেই।
সোমবার এদিন বিকেল পাঁচটা নাগাদ কলকাতা থেকে দিল্লিতে পৌঁছান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করতে আসেন প্রবীণ সাংবাদিক বিনীত নারায়ণ। তৃণমূল নেত্রীকে উত্তরীয় পরিয়ে অভিবাদন জানান তিনি। এরপর বিনীত নারায়ণের সঙ্গে এক ঘণ্টা একান্তে বৈঠক করেন তৃণমূল নেত্রী। বৈঠক শেষে প্রবীণ এই সাংবাদিককে গাড়ি পর্যন্ত তুলে দিতে আসেন তিনি।
তবে দুজনের মধ্যে একান্তে কী কথাবার্তা হয়েছে, তা জানা না গেলেও রাজনৈতিক মহলের ধারণা, দুজনের কথোপকথনে অবধারিতভাবেই উঠে এসেছে জৈন–হাওয়ালা কেলেঙ্কারির প্রসঙ্গ। সেক্ষেত্রে কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকা বেশ কয়েকটি নাম নিয়েও আলোচনা হয়ে থাকতে পারে।
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম নবান্নে জৈন–হাওয়ালা কেলেঙ্কারির বিষয়টি উত্থান করেন। মুখ্যমন্ত্রী সামনে আনার পরেই তৃণমূলের তরফে সাংসদ সুখেন্দুশেখর রায় রীতিমতো সাংবাদিক বৈঠক এই কেলেঙ্কারির নানা দিক ও এর সঙ্গে জড়িত এক ব্যক্তির নাম প্রকাশ্যে আনে। সেই সময়ই অনেকদিন পর জৈন–হাওয়ালা কেলেঙ্কারি সামনে নিয়ে আসায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে ফেসবুক পোস্ট করেন বিনীত নারায়ণ। মমতাকে ধন্যবাদ জানিয়েছিলেন তিনি।
Be the first to comment