মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পরই তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া একাধিক নেতার দলবদলের জল্পনা জোরালো হয়েছে। এই তালিকায় অন্যতম নাম বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। একুশের নির্বাচনে বাংলায় পদ্মবাহিনীর ভরাডুবির পর সুনীলের তৃণমূলে ঘর ওয়াপসি ঘিরে জোর চর্চা চলছে। এই প্রেক্ষাপটে দিল্লিতে মুকুল রায়ের বাড়িতে দেখা গেল সাংসদকে। ক্যামেরা দেখেই ধুতি দিয়ে মুখ ঢেকে চম্পট দেন তিনি। একটি ভিডিয়োতে এই দৃশ্যই দেখা গিয়েছে। তাহলে কি সুনীলের তৃণমূলে প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা?
সোমবার দিল্লিতে মুকুল রায়ের বাসভবন থেকে বেরোতে দেখা যায় সুনীল মণ্ডলকে। সাংবাদিকদের দেখে প্রথমে ধুতি দিয়ে মুখ আড়াল করার চেষ্টা করেন সাংসদ। যদিও মুকুল রায়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ নিয়ে টুঁ শব্দটি করেননি সুনীল। দলবদলের জল্পনার আবহে মুকুলের সঙ্গে সুনীলের এ হেন সাক্ষাৎ রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এদিকে, সুনীল মণ্ডলের তৃণমূলে ফেরার বিরোধিতা জানিয়ে তাঁর নামে পোস্টার দেওয়া হয়। পোস্টারে গদ্দার বলে উল্লেখ করা হয়। ফের সুনীলকে দলে ফেরানোর বিরোধিতা জানিয়ে এই পোস্টার দেন তৃণমূল কর্মীরা। অন্যদিকে, একুশের ফল ঘোষণার পর স্বয়ং তৃণমূলনেত্রী দলবদলুদের স্বাগত জানিয়েছেন। তবে তিনি এও বলেছেন যে, যাঁরা নির্বাচনের মুখে বিশ্বাসঘাতকতা করেছেন, তাঁদের দলে নেওয়া হবে না।
মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পর বেশ কয়েকজন বিজেপি নেতা ফের তৃণমূলে ফিরতে পারেন বলে জল্পনা চলছে। সেই জল্পনায় ইঙ্গিতও দিয়েছেন মুকুল। এই প্রেক্ষাপটে সুনীল মণ্ডলকে ঘিরে জল্পনা বাড়ল বলেই মনে করা হচ্ছে।
Be the first to comment