দিল্লিতে ‘কাজ’ শুরু মমতার; মঙ্গলবার মোদীর সঙ্গে বৈঠক, সাক্ষাৎ ৩ কংগ্রেস নেতার সঙ্গেও

Spread the love

দিল্লি সফরের দ্বিতীয় দিনে একঝাঁক কর্মসূচি আছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার বিকেল চারটেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন মমতা। সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন দাবি-দাওয়া, করোনাভাইরাস টিকার আকালের মতো বিষয়গুলি নিয়ে মোদীর সঙ্গে আলোচনা করবেন মমতা। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে সেই বৈঠকের আগে-পরে রাজনৈতিক বৈঠকও সারবেন। দেখা করবেন কংগ্রেসের তিন নেতার সঙ্গে। দুপুর দুটোয় মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমল নাথের সঙ্গে বৈঠক করবেন মমতা।

এরপর দুপুর তিনটেয় কংগ্রেস নেতা আনন্দ শর্মার সঙ্গে বৈঠক করবেন মমতা। সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিঙ্ঘভির সঙ্গে বৈঠক করবেন।

AITC Official Update

This is to inform all that the Hon’ble CM of West Bengal Mamata Banerjee shall be meeting with the following key persons as a part of her Delhi visit, tomorrow.

Date: 27th July 2021

Schedule of Hon’ble CM:

2:00PM – Meeting with Shri Kamal Nath
3:00PM – Meeting with Shri Anand Sharma
4:00PM – Meeting with the Hon’ble Prime Minister
6:30PM – Meeting with Shri Abhishek Manu Singhvi

Warm regards,
AITC Media Team

এছাড়া আগামিকাল অর্থাৎ বুধবার সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের জয়ের পর প্রথমবার দু’জনের মুথোমুখি সাক্ষাৎ হতে চলেছে। বুধবার দুপুর-বিকেলের দিকে সেই বৈঠক হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*