জেলেই জায়গা হলো পর্নকাণ্ডে গ্রেফতার রাজ কুন্দ্রার, ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত মঞ্জুর

Spread the love

ফের একবার বড়সড় ধাক্কা খেলেন রাজ কুন্দ্রা। তৃতীয়বারও ম্যাজিস্ট্রেট কোর্টে রেহাই পেলেন না পর্নকাণ্ডে গ্রেফতার এই ব্যাবসায়ী। মঙ্গলবার রাজ কুন্দ্রার পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় তাঁকে ফের পেশ করা হয়েছিল ম্যাজিস্ট্রেট আদালতে। নিম্ন আদালত এদিন ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে শিল্পা শেট্টির স্বামীকে। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের তরফে রাজ কুন্দ্রার কাস্টডি চাওয়া হলে তা মঞ্জুর করেনি আদালত। আপতত জেলেই থাকতে হবে রাজ কুন্দ্রাকে। 

অন্যদিকে এই গ্রেফতারিতে অবৈধ এবং বেআইনি বলে দাবি করে হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছেন রাজ কুন্দ্রা। গত শুক্রবার দাখিল করা অভিযুক্তর এই আর্জি আজই শুনবে হাইকোর্ট। এদিন মধ্যাহ্নভোজের বিরতির পর, দুপুর আড়াইটে নাগাদ এই মামলার শুনানির সময় ধার্য রয়েছে মুম্বই হাইকোর্টে। 

অভিযুক্তর দাবি হটশটস অ্যাপের জন্য যে ভিডিয়ো গুলি ব্রিটিশ যুক্তরাজ্যের একটি কোম্পানির জন্য তিনি বানিয়েছিলেন বলে দাবি করা হচ্ছে এই কাণ্ডে, সেগুলি ভালগার (অশ্লীল) কিন্তু তা পর্নোগ্রাফি নয় কারণ সেখানে প্রকৃত যৌন সঙ্গমের কোনও দৃশ্য নেই। রাজ কুন্দ্রা জামিনের আবেদনে আরও জানিয়েছেন, তাঁকে বয়ান রেকর্ডের আছিলায় ডেকে বিনা কোনও নোটিশে গ্রেফতার করা হয়েছে। তাঁকে সিআরপিসি ৪১(এ)-এর আওতায় নির্দিষ্ট কোনও নোটিশ জারি করা হয়নি।

আবেদনপত্রে জানানো হয়েছে, এই মামলায় গত ৫ই ফেব্রুয়ারি এফআইআর রেজিস্টার হয় এবং ৩রা এপ্রিল চার্জশিট ফাইল করা হয়। এক্ষেত্রে আবেদনকারী (রাজ কুন্দ্রা)-কে সহজেই বয়ান রেকর্ডের জন্য পুলিশ ডেকে পাঠাতে পারত এবং তিনি সেই সমনে সাড়া না দিলে সেইমতো ব্যবস্থা গ্রহণ করতে পারত।

উল্লেখ্য, গত ১৯শে জুলাই রাতে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার হাতে গ্রেফতার হন রাজ কুন্দ্রা। তাঁর বিরুদ্ধে পর্ন ভিডিয়ো তৈরি এবং অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*