আদালতে স্বেচ্ছামৃত্যু আবেদন শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরার

Spread the love

আদালতে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ রাখাল বেরা ৷ সোমবার কাঁথি থানার পুলিশ রাখালকে কাঁথি মহাকুমা আদালতে হাজির করালে তিনি চিৎকার করে বলতে থাকেন, “আমাকে স্বেচ্ছায় মৃত্যুর পারমিশন দেওয়া হোক !” এই দাবি জানিয়ে একাধিকবার চিৎকার করেন আদালতের মধ্যে।

এখনও পর্যন্ত লিখিতভাবে কিছু জানানো না হলেও মৌখিকভাবে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছেন রাখাল। যদিও তাঁর এই আবেদনকে আদালত কোনও গুরুত্ব দেয়নি। রাখালের আইনজীবী অনির্বাণ চক্রবর্তী বলেন, “এই ধরনের আবেদন আইনত গ্রহণযোগ্য নয়। তবে রাখালের উপর বিভিন্ন থানায় বিভিন্ন ধারায় যেভাবে দিনের পর দিন মিথ্যা মামলা চাপানো হচ্ছে, সেই যন্ত্রণা সহ্য করতে না পেরেই তিনি এই ধরনের আবেদন জানিয়েছেন ৷ উনি একজন ব্যবসায়ী ৷ তাঁর উপর একের পর এক মিথ্যা মামলা রুজু করা হচ্ছে।”

বর্তমানে কাঁথি থানায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ রাখাল বেরার বিরুদ্ধে দু’টি মামলা রয়েছে। একটি চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা আর অন্যটি কম্পিউটার প্রশিক্ষণে ভর্তি করিয়ে অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দেওয়ার অভিযোগে ৷ সোমবার রাখালকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয় ৷ চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগের মামলায় জামিন পান তিনি ৷

তবে কম্পিউটার প্রশিক্ষণে ভর্তি করিয়ে অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দেওয়ার অভিযোগের মামলায় তাঁর ফের চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। আদালতে চত্বরে রাখালের স্বেচ্ছামৃত্যু আবেদনের ঘটনায় জল্পনা চলছে রাজনৈতিক মহলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*