তৃতীয়বার বাংলা দখলের পর এই প্রথম বার দিল্লি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে পাঁচ দিন তিনি দিল্লিতে থাকবেন। তেমনই খবর তৃণমূল কংগ্রেস সূত্রে। দলের রাজ্য়সভার সাংসদ ডেরেক ও’ব্রায়ন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রধানদের সঙ্গে কথা বলার পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করবেন।
পাশাপাশি জাতীয় রাজনীতির প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ। জতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সক্রিয় হতে পারবেন তারই উত্তর দেবে এই সপ্তাহ। মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার উন্নয়নের জন্য একগুচ্ছ বিষয় নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে।
তবে আগামীকাল অর্থাৎ বুধবার দুপুর ১টায় দলীয় সাংসদদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর বেলা আড়াইটেয় চায়ের আমন্ত্রণ কিছু সাংবাদিকের সাথে। তারপরই কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সাথে বিশেষ বৈঠক চলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তারপর ঠিক সন্ধ্যা ৬ টায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সাথে বৈঠক সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
একনজরে দেখে নিন বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ধারিত কর্মসূচীঃ
AITC Official Update
This is to inform all that the Hon’ble CM of West Bengal, Mamata Banerjee, shall be meeting with the following key persons as a part of her Delhi visit, tomorrow.
Date: 28th July 2021
SCHEDULE:
1:00PM – Meeting with AITC MPs (at Shri Sukhendu Sekhar Roy’s residence)
2:30PM – High Tea with Media persons (at Shri Sukhendu Sekhar Roy’s residence. By Invitation Only)
4:30PM – Meeting with Smt Sonia Gandhi (at 10 Janpath)
6:00PM – Meeting with Shri Arvind Kejriwal (at 183 South Avenue)
Warm regards,
AITC Media Team
Be the first to comment