দিতেই হবে হাজিরা; জেরার জন্য আইপ্যাক কর্মীদের চিঠি দিয়ে তলব ত্রিপুরা পুলিশের

Spread the love

আগরতলা পৌঁছেই আইপ্যাক কর্মীদের সঙ্গে দেখা করতে পারেনি তৃণমূলের প্রতিনিধি দল। তার মধ্যেই এ বার ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের কর্মীদের বিরুদ্ধে অপরাধ ধারায় পদক্ষেপ করতে উদ্যোগী হল আগরতলা পুলিশ।

১ অগস্ট, রবিবার তাঁদের মধ্যে থেকে দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে আগরতলা পুলিশ। পুলিশের সামনে হাজিরা না দিলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।

আইপ্যাক কর্মীদের তলব করে আগরতলা পুলিশের তরফে একটি চিঠি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, নির্ধারিত দিনে প্রত্যেককে হাজিরা দিতে হবে। ব্যক্তিগত ভাবে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁদের। যাবতীয় প্রশ্নের উত্তর দিয়ে তদন্তে সহযোগিতা করতে হবে তাঁদের। কোনও নথিপত্র থাকলে তা-ও জমা দিতে হবে। হাজিরা না দিলে জিজ্ঞাসাবাদের জন্য টেনে আনতে বাধ্য করা হবে সকলকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*