ভুয়ো আইপিএস, সিবিআইয়ের পর এবার শহরে ধরা পড়ল ভুয়ো আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। তাঁকে গ্রেফতার করেছে নিউটাউন থানার পুলিশ। একই সঙ্গে তাঁর গাড়ির চালক ও সঙ্গে থাকা দুই ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে হিউম্যান রাইটসের লোগো লাগানো একটি চারচাকা গাড়ি।
ধৃতরা হল তারক মণ্ডল (ভুয়ো চেয়ারম্যান) নিউটাউনের বাসিন্দা, সত্যেন্দ্র নাথ যাদব (গাড়ির চালক) বিহারের বাসিন্দা। এছাড়াও আরও দু’জন রয়েছে। আজই ধৃতদের বারাসত আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, সোমবার বিকালে নিউটাউন নারকেলবাগান মোড়ে টহলদারির সময় ওই গাড়িটিকে দেখতে পেয়েছিল পুলিশ। গাড়িটিকে দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর গাড়িটিকে আটকান পুলিশকর্মীরা। গাড়ির বৈধ কাগজ দেখতে চান তাঁরা। কিন্তু, কোনও কাগজ ধৃতরা দেখাতে পারেননি। তারপরই তাঁদের আটক করা হয়।
তবেধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, একটি ইনোভা গাড়ি নিয়ে সেই গাড়িতে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের লোগো লাগিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াত তাঁরা। সঙ্গে থাকা আরও দু’জনকে নিরাপত্তারক্ষী হিসেবে ব্যবহার করা হত। যদিও পেশায় ওই দুই ব্যক্তি শ্রমিক। তাঁদের নিরাপত্তারক্ষী হিসেবে রাখা হয়েছিল।
অভিযোগ, গাড়িতে চড়ে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতেন তারক। এরপর যে সব মানুষ সমস্যায় পড়েছেন তাঁদের খুঁজে বের করতেন। সেই সমস্যা মিটিয়ে দেওয়ার নাম করে অসহায় মানুষের থেকে হাতিয়ে নিতেন টাকা। পুলিশি সমস্যা হোক বা প্রোমোটিং সংক্রান্ত কোনও সমস্যা মিটিয়ে দেওয়ার নাম করে টাকা আদায় করতেন তাঁরা।
Be the first to comment