রাজ্যের ১৮ জেলায় মৃতের সংখ্যা শূন্য। তবুও কপালে চিন্তার ভাঁজ ফেলছে কয়েকটি জেলার পরিস্থিতি। রাজ্যে করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বগামী। যদিও কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭২৯ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৯ জনের। সোমবার মৃত্যু হয়েছিল ১২ জনের।
তবে বাংলায় একমাত্র আশার আলো দেখাচ্ছেন কোভিডজয়ীরা। ক্রমশই ঊর্ধ্বমুখী সুস্থতার হার। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৮.১১ শতাংশ। একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ৭৫৬ জন। বাংলায় মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৩০ হাজার ০২৪ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ০১ হাজার ০৮৭। মোট মৃতের সংখ্যা ১৮ হাজার ১৭০। এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১০ হাজার ৭৬৭।
সংক্রমণের নিরিখে উদ্বেগ বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনা, কলকাতা ও দার্জিলিং। একদিনে করোনায় উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৮৬ জন। কলকাতায় এদিন কোনও মৃত্যু হয়নি। মৃত্যু শূন্য দুই পরগণা সহ ১৮ জেলা। মহানগরে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৯ জন। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৪৫। শৈল শহর দার্জিলিঙয়ের পাশাপাশি শঙ্কা বাড়াচ্ছে জলপাইগুড়িও। উত্তরের দুই জেলা, দার্জিলিং এবং জলপাইগুড়িতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৫৮ জন এবং ৭৮ জন। অনুমান করা হচ্ছে পর্যটকদের অতিরিক্ত ভিড় এবং কোভিড সচেতনতার অভাব সংক্রমণ ক্রমশ বাড়াচ্ছে।
Be the first to comment