বিজেপি কর্মীদের চাঙ্গা করতে তিনটি ‘রাজনৈতিক যাত্রা’র সিদ্ধান্ত নিলেন রাজ্য বিজেপি নেতৃত্ব। বাদল অধিবেশন শেষ হলেই সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীদের উপস্থিতিতে তা করার পরিকল্পনা হয়েছে। পাশাপাশি রাজ্যে থমকে থাকা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প যাতে ফের গতি পায়, সে জন্য কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে আজ থেকে বৈঠক শুরু করেছেন বাংলার বিজেপি সাংসদেরা। সময় চাওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও।
বিধানসভা ভোটের পরে কার্যত ছত্রভঙ্গ রাজ্য বিজেপি। তৃণমূল থেকে আসা বহু কর্মী ইতিমধ্যেই হয় দল ছেড়েছেন, নয় তৃণমূলে ফিরে গিয়েছেন। বসেও গিয়েছেন অনেকে। এই পরিস্থিতিতে রাজ্যে দলকে চাঙ্গা করার পরিকল্পনা নিয়ে মঙ্গলবার রাতে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসেন রাজ্য বিজেপি সাংসদেরা।
Be the first to comment