মোদীর কিষাণ নিধি থেকে বাদ বাংলার ৯.৫ লাখ কৃষক, কেন্দ্রকে তোপ দেগে চিঠি দিলো নবান্ন

Spread the love

বিধানসভা নির্বাচনের সময় বিজেপির বড় হাতিয়ার ছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প। কেন্দ্রের দাবি ছিল, রাজ্য সরকারের জন্যই বাংলার কৃষকরা কেন্দ্রের এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। তারপর অবশ্য রাজ্য কৃষকদের যাবতীয় তথ্য পাঠিয়ে দেয় কেন্দ্রের কাছে। নির্বাচনের পর বাংলার কৃষকরাও পেতে শুরু করেন এই প্রকল্পের সুবিধা। তবে কেন্দ্রের এই সুবিধা থেকে নাকি বঞ্চিত হয়েছেন রাজ্যের সাড়ে ৯ লাখ আবেদনকারী কৃষক।

জানা গিয়েছে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেতে আবেদন জানালেও বাংলার সাড়ে ৯ লক্ষ আবেদনকারীর আবেদন খারিজ করা হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়, অসম্পূর্ণ তথ্য থাকার কারণে এই সাড়ে নয় লাখ কৃষকের আবেদন খারিজ হয়েছে। এদিকে কেন্দ্রের এই দাবিতে ক্ষুব্ধ রাজ্য সরকার। নবান্নের তরফে কেন্দ্রকে সিদ্ধান্ত পুর্নবিবেচনা করার জন্য টিছি দেওয়া হয়েছে।

তবে নবান্নের সাফ বক্তব্য, আবেদন খারিজ হওয়ার জন্য কোনও ভাবেই আবেদনকারী কৃষক বা রাজ্য সরকার দায়ী নয়। এই প্রেক্ষিতে এই কৃষকদের আবেদন খারিজের সিদ্ধান্ত পুর্নবিবেচনা করা হোক কেন্দ্রের তরফে। এদিকে তথ্য অসম্পূর্ণ থাকার দায় উলটে কেন্দ্রের ঘআড়ে চাপানো হয় রাজ্যের তরফে। দাবি করা হয়, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে নানা তথ্য চেয়েও আবেদনকারীরা তা হাতে পাননি। তাই আবেদনের সঙ্গে সেই তথ্য জমা দিতে পারেননি তাঁরা।

২০১৮ সালের ১ ডিসেম্বর থেকে দেশের কৃষকদের কল্যাণে ‘কিষাণ সম্মান নিধি’ প্রকল্প ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। আর তারপর থেকেই এই প্রকল্প নিয়ে কেন্দ্র-রাজ্য চাপানউতোর চলছেই। শেষ পর্যন্ত চলতি বছরে ‘কিষাণ সম্মান নিধি’ প্রকল্প চালু করার অনুমতি দেয় রাজ্য সরকার। তবে এই প্রকল্প নিয়ে বিতর্ক থামার নাম নেই।।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*