বন্যা কবলিত ঘাটাল পরিদর্শনে অভিনেতা সাংসদ দেব

Spread the love

বন্যা কবলিত ঘাটালে পরিদর্শন করতে এলেন স্থানীয় সাংসদ তথা অভিনেতা দেব। কিছুদিন আগেই তিনি এসেছিলেন এলাকা পরিদর্শনে ৷ বুধবার তিনি আবার ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন ৷ শুকনো খাবার, জলের পাউচ বিলি করলেন এবং ঘাটালের মানুষের পাশে থাকার আশ্বাস দিয়ে গেলেন । এদিন তাঁর সঙ্গে ছিলেন ঘাটালের প্রশাসনিক আধিকারিকরা জেলার তৃণমূল নেতা ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা ৷

বর্ষায় পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা কার্যত অবধারিত হয়ে দাঁড়িয়েছে ৷ বন্যা ঠেকাতে তৈরি হওয়া ঘাটাল মাস্টার প্ল্যান আজও বাস্তবায়িত হয়নি ৷ ফলে এবার বন্যার হাত থেকেই রেহাই পায়নি এই এলাকা ৷ গত কয়েকদিন ধরে এখানকার পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছিল ৷ স্থানীয়রা জানিয়েছেন, এখন পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ৷

রাজ্য সড়ক থেকে জল কমায় গত মঙ্গলবার থেকে মেদিনীপুর ও পাঁশকুড়ার সঙ্গে বাস যোগাযোগ স্বাভাবিক হয়েছে । ঘাটালের ১৩ টি গ্রাম পঞ্চায়েত এলাকা ও ঘাটাল পুরসভার ১৭টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ডে এখনও জল জমে আছে । এই অবস্থায় কোথাও অস্থায়ী ত্রাণ শিবিরে, কোথাও পাকা বাড়ির ছাদে ত্রিপল খাটিয়ে দিন কাটছে এলাকার বহু পরিবারের ৷

পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে । ঘাটাল বিদ্যাসাগর বিদ্যালয়ে পরিশ্রুত পানীয় জলের পাউচ তৈরির মেশিন বসানো হয়েছে । সেখান থেকে দূরের গ্রামগুলিতে পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে । এদিকে বন্যার জল ফুটিয়ে খেতেও দেখা গিয়েছে ৷

কোথাও কোথাও পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী কাজ করছে । অন্যদিকে জেলার চার বিধায়ক যাঁরা মন্ত্রী, তাঁরা ঘাটাল নিয়ে বারবার বৈঠক সারছেন । এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘাটাল পরিদর্শনের জন্য আসার কথা জানিয়েছিলেন ৷ কিন্তু আবহাওয়ার পরিস্থিতি খারাপ থাকায় তাঁর হেলিকপ্টার পরিদর্শন কর্মসূচি বাতিল করা হয়েছে । যদিও মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে করে বিভিন্ন জায়গায় জলমগ্ন পরিস্থিতি খতিয়ে দেখছেন ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*