ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর অভিযোগে বুধবারই রাজ্যসভার ৬জন তৃণমূল সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়ে তাঁরা চেয়ারকে অসম্মান দেখিয়েছেন এমনই অভিযোগ তোলা হয়েছে। পেগাসাস ইস্যুতে আলোচনার দাবিতে তাঁরা বিক্ষোভ দেখান বলে সূত্রের খবর।
এদিকে একদিনের জন্য সাসপেন্ড হওয়া সাংসদদের তালিকায় রয়েছেন দোলা সেন, শান্তা ছেত্রী, মৌসম নূর, মহম্মদ নাদিমুল হক, আবীর রঞ্জন বিশ্বাস, অর্পিতা ঘোষ। এদিকে এই সাসপেন্ডের ঘটনা সামনে আসতেই ফুঁসে উঠেছেন তৃণমূল নেতৃত্ব। রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়েছেন মোদীকে নিশানা করে। সেই সাসপেন্ডের কপি তুলে ধরে একেবারে চাঁচাছোলা ভাবে মোদীকে নিশানা করে টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ঠিক কী লিখেছেন তিনি টুইটে?
অভিষেক লিখেছেন,’ আমাদের সাংসদদের বিরুদ্ধে পদক্ষেপ প্রমাণ করে দিচ্ছে যে ৫৬ ইঞ্চির গডফাদার হার মেনেছেন। আপনি আমাদের সাসপেন্ড করতে পারেন কিন্তু চুপ করাতে পারেন না। মানুষের জন্য লড়াই করতে, সত্যের জন্য লড়াই করতে আমরা এক ইঞ্চিও সরব না। শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যাব।’ তবে তাৎপর্যপূর্ণভাবে এদিন নাম না করে প্রধানমন্ত্রীকে’ ৫৬ ইঞ্চি গডফাদার’ বলে কটাক্ষ করেন অভিষেক। এদিকে ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রীরাও নানাভাবে তৃণমূলের সাংসদদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। সংসদকে মাছের বাজার করবেন না বলেও কটাক্ষ করেছেন এক কেন্দ্রীয় মন্ত্রী।
Be the first to comment