বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা এবং তৎসংলগ্ন এলাকায় আকাশের মুখ ভার। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত শুক্রবার পর্যন্ত চলতে পারে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার মহানগরীর আকাশ থাকবে মেঘলা। সেই সঙ্গে মাঝারী থেকে ভারী বৃষ্টি হতে পারে সারাদিনই। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ২৪.৭ মিলিমিটার। উত্তর বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরে আগামী ২৪ ঘণ্টায় উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Be the first to comment