করোনায় মৃতদের পরিবারকে অবিলম্বে ক্ষতিপূরণ দিতে নির্দেশ হাইকোর্টের

Spread the love

ফের হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। করোনায় মৃত ফ্রন্টলাইন ওয়ার্কারদের কেন এখনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি তা রাজ্য সরকারের কাছে জানতে চাইল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই সংক্রান্ত যাবতীয় তথ্য ১২ অগাস্টের মধ্যে আদালতে পেশ করতে বলেছেন বিচারপতিরা। সেদিনই মামলাটির পরবর্তী শুনানি।

করোনায় মৃত চিকিৎসক-সহ অন্যান্য প্রথম সারির করোনাযোদ্ধাদের পরিবার ক্ষতিপূরণ পায়নি বলে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন জেভেরিয়া সাব্বা নামে এক আইনজীবী। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার আবেদনকারী জানান, রাজ্যে প্রয়াত করোনাযোদ্ধাদের জন্য এককালীন ১০ লক্ষ টাকা ও আক্রান্তদের এককালীন ১ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। কিন্তু সেই প্রতিশ্রুতি পালন করেনি তারা। এখনো পর্যন্ত ক্ষতিপূরণ পাননি অনেকেই।

এর জবাবে সরকারি আইনজীবী বলেন, ‘ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হবে।’ একথা শুনে বিচারপতি বলেন, ‘দিয়ে দেওয়া হবে আবার কী? এখনো দেওয়া হয়নি কেন? মহামারিকালে কোনও রকম অপদার্থতা বরদাস্ত করবে না আদালত।’এর পরই বিচারপতিরা রাজ্যে কত জন করোনাযোদ্ধা করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। কতজন আবেদন করেছেন আর কতজন ক্ষতিপূরণ পেয়েছেন তার তালিকা দিতে হবে ১২ অগাস্টের মধ্যে। ওই দিনই মামলাটির পরবর্তী শুনানি হবে কলকাতা হাইকোর্টে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*