প্রধানমন্ত্রীকে চিঠি লিখে এবার রাজ্যের বিরুদ্ধে নালিশ জানালেন শুভেন্দু। বিরোধী দলনেতার স্পষ্ট দাবি, এই গোটা পরিস্থিতির জন্য় রাজ্য সরকারই দায়ী। খোদ মুখ্য়মন্ত্রীকে নিশানা করে শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বন্যা পরিস্থিতির জন্য সরাসরি DVC-র দিকে আঙুল তুলেছেন। প্রধানমন্ত্রীর দফতর থেকেও ম্যান মেড বন্যার তত্ত্বে কার্যত সায় দেওয়া হয়েছিল। কিন্তু শুভেন্দু অধিকারী তা মানতে নারাজ।
নরেন্দ্র মোদীকে পাঠানো চিঠিতে শুভেন্দু লিখেছেন, ‘DVC-র বিরুদ্ধে রাজ্য সরকারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বন্য়া পরিস্থিতির জন্য় দায়ী রাজ্য সরকার।’ তিনি আরও জানিয়েছেন, ‘একটা সময়ের পর বাঁধগুলো থেকে জল ছাড়়তেই হবে। না হলে বাঁধ ভেঙে যেতে পারে। রাজ্য সরকার জল ছাড়ার ব্যাপারে পুরোপুরি জানার পরেও সতর্কতামূলক কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। সে কারণেই কলকাতার পাশাপাশি একাধিক জেলায় এই অবস্থা তৈরি হয়েছে।’
এর আগেও শহরের জল জমা নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বলেছিলেন, ‘রাজ্য সরকারের নয়া প্রকল্প চালু হয়েছে। ‘দুয়ারে নর্দমার জল প্রকল্প। কলকাতা তো লন্ডন হওয়ার কথা ছিল। শাসকদল তো ১১টি আসনেই জিতেছে। মহানগরবাসী এবার দেখুক কাদের ভোট দিয়ে এনেছেন। কলকাতাকে আদর্শ নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি তো প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের দলের সর্বোচ্চ নেতারা দিয়েছিলেন। তবে মানুষ তৃণমূলের উপর আস্থা রেখেছে।’
Be the first to comment