করোনায় দেশে সবথেকে বেশি আক্রান্ত কোন রাজ্য; জানুন বিস্তারিত

Spread the love

দেশে সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল। গত কয়েকদিন ধরেই দেশের দৈনিক আক্রান্তের অর্ধেকেই হচ্ছে দক্ষিণের এই রাজ্য থেকে। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৪০ জন। মহারাষ্ট্রে আক্রান্ত ৯ হাজার ২৬ জন। যা বৃহস্পতিবারের তুলনায় প্রায় হাজার ৩ বেশি।

এরপর ক্রমান্বয়ে রয়েছে অন্ধ্রপ্রদেশ (২,১৪৫), তামিলনাড়ু (১,৯৯৭), কর্নাটক (১,৭৮৫), ওড়িশা (১,৩৪২) এবং অসম (১,০৬৭)। বাকি সব রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারের কম। তবে উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের দৈনিক সংক্রমণ নতুন করে চিন্তা বাড়াচ্ছে। মিজোরামে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭২৫ জন, মণিপুরে ৭৫৭, মেঘালয়ে ৫৭৬, অরুণাচল প্রদেশে ২৩৮।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*