তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের চিঠির প্রত্যুত্তর দিলেন অমিত শাহ। শনিবার বিকেলে টুইট করে কুণাল জানান বিষয়টি। তাঁর কথায়, ‘যাঁরা চিট ফান্ড নিয়ে কথা বলেন, তাঁদের জানাচ্ছি যে আদালতে জমা দেওয়া সুদীপ্ত সেনের চিঠির কপি দিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠিয়েছিলাম। তদন্তের দাবি জানিয়েছিলাম। জবাবি চিঠি পেয়েছি’।
তিনি আশাবাদী যে CBI তদন্ত সঠিক দিকে এগোবে। কুণাল বলেন, ‘সুদীপ্ত সেনের চিঠির মধ্যে অনেক নাম ছিল। আদালতের কাছে তিনি ওই চিঠি জমা দিয়েছিলেন। তার সার্টিফায়েড কপি আমি অমিত শাহকে পাঠিয়ে তদন্তের দাবি জানিয়েছিলাম। তিনি নিজে আমাকে চিঠি মারফত প্রত্যুত্তর দিয়েছেন’। ঠিক কী রয়েছে ‘শাহী চিঠি’তে? সে প্রসঙ্গে এখনই মুখ খুলতে নারাজ তৃণমূল নেতা। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, চিঠিতে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন শাহ। দ্রুত CBI তদন্ত হবে, সে বিষয়ে আশাবাদী কুণাল ঘোষ।
প্রসঙ্গত, গত মার্চ মাসেই কুণাল ঘোষ বলেছিলেন, ‘সুদীপ্ত সেনের লেখা সেই চিঠিটা এবার আমি পেশ করব।’ আসলে ভোটের আগে আচমকাই সারদা কাণ্ডের জের টেনে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষকে সমন পাঠিয়েছিল ED। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘আমি ২৩ ফেব্রুয়ারী ED-র নোটিশ পেয়েছিলাম। জেলায় ভোট প্রচারের কাজে ব্যস্ত ছিলাম বলে বিষয়টি নিয়ে উত্তর দিতে পারিনি। ২ মার্চ ED-র অফিসে ডেকে পাঠানো হয়েছে’।
নির্দিষ্ট দিনে ED অফিসে গিয়েছিলেন তৃণমূল নেতা। বেরিয়ে জানিয়েছিলেন সারদার সমস্ত টাকা তিনি ফেরত দেবেন। সে সময় তিনি বলেছিলেন, ‘সারদা কেলেঙ্কারির সঙ্গে আমার নাম জড়িয়ে থাকুক, সেটা চাই না। ধার করে হলেও সমস্ত টাকা ফেরত দেব’। তদন্ত প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘২০১৩ সাল থেকে কখনও তদন্তে বাধা দিইনি। যখন ডেকে পাঠানো হয়েছে, আমি গিয়েছি। সবরকম তথ্য দিয়ে তদন্তে সাহায্য করেছি। ভবিষ্যতেও তদন্তের জন্য একশো বার তলব করলেও যেতে রাজি’।
Be the first to comment