টোকিয়োয় সোনা জিতে ইতিহাস গড়লেন নীরজ চোপড়া

উচ্ছ্বসিত কোভিন্দ-মোদী-মমতা

Spread the love

ইতিহাস গড়লেন নীরজ চোপড়া। স্বাধীন ভারতের প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে পদক জিতলেন। তবে শুধু প্রথম পদক নয়, চলতি অলিম্পিকে প্রথম সোনা জিতলেন নীরজ। শনিবার পুরুষদের জ্যাভেলিন থ্রোয়ে ৮৭.৫৮ মিটার ছুড়ে সোনা জিতলেন তিনি। 

তবে অনেকের দাবি, প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পদক জিতেছিলেন নর্ম্যান প্রিটচার্ড। ১৯০০ সালের অলিম্পিক্সে তিনি দুটি সোনা জিতেছিলেন। যদিও তিনি ভারতের হয়ে অংশগ্রহণ করেননি। সেই নিরিখে ভারতের প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে পদক জিতলেন নীরজ। তাও একেবারে সোনা।

অলিম্পিক্সের ইতিহাসে দ্বিতীয় ভারতীয় হিসেবে ব্যক্তিগত সোনার পদক জিতলেন নীরজ। ২০০৮ সালে অভিনব বিন্দ্রা ব্যক্তিগত সোনা জিতেছিলেন। 

নীরজের এই সাফল্যে যারপরনাই উচ্ছ্বসিত হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। তিনি দেশের এই ‘সোনার ছেলে’কে ৬ কোটি টাকা পুরস্কার দেওয়ার পাশাপাশি চাকরির প্রতিশ্রুতিও দিয়েছেন।

রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ নীরজের সোনা প্রাপ্তির সঙ্গে সঙ্গেই টুইট করেন ৷ লেখেন, ‘‘নীরজ চোপড়ার অভূতপূর্ব জয় ! জ্যাভলিনে তোমার সোনা সব বাধা ভেঙে দিল এবং ইতিহাস তৈরি করল ৷ অলিম্পিক্স ট্র্যাক অ্যান্ড ফিল্ডে তুমি ভারতের জন্য প্রথম সোনা নিয়ে এলে ৷ তোমার সাফল্য যুব সমাজকে উদ্বুদ্ধ করবে ৷ ভারতীয়রা উচ্ছ্বসিত ! হৃদয়ভরা শুভেচ্ছা !’’

সোনা জয়ের সঙ্গে সঙ্গেই টুইট করে নীরজকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ তিনি লিখেছেন, ‘‘টোকিয়োতে ইতিহাস তৈরি হল ! নীরজ চোপড়া যা অর্জন করল, তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে ৷ তরুণ নীরজ অত্যন্ত ভাল করেছে ৷’’ নীরজের আবেগ ও ইচ্ছাশক্তিকেও কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ এই সোনা জয়ের জন্য অভিনন্দন বার্তাও দিয়েছেন ৷

 টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ তিনি লিখেছেন, ‘‘ইতিহাস তৈরি হল ৷ অলিম্পিকসে সোনার পদক জেতার জন্য জ্যাভলিন থ্রোয়ে সোনা জেতার জন্য গর্বিত ৷ আজ সারা দেশ এই জয়ের আনন্দ উপভোগ করছে ৷ অনেক অনেক শুভেচ্ছা তোমাকে ৷’’

নীরজের সোনা জয়ের অপেক্ষায় ছিলেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর ৷ তিনি নীরজের সোনা জয়ের মুহূর্ত সরাসরি টিভিতে দেখছিলেন ৷ সেই মুহূর্তের ভিডিয়ো পোস্ট করে ভারতের সোনার ছেলে নীরজকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগ ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*