‘‌মিস্টার মোদী সংসদে আসুন, আমাদের কথা শুনুন’‌, ভিডিও টুইটে সোচ্চার ডেরেক

Spread the love

বাদল অধিবেশনের শুরু থেকেই সংসদ তোলপাড় করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রবল চাপ তৈরি করে কোণঠাসা করে দেওয়া হয় নরেন্দ্র মোদীর সরকারকে। আর সংসদের ঘরে–বাইরে এককাট্টা হয়ে যায় বিরোধীরা। তাতেই আরও সমস্যায় পড়ে কেন্দ্রীয় সরকার। একাধিকবার বিরোধীদের একজোট হয়ে মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়তে দেখা গিয়েছে। বিরোধী ঐক্যের সেই ছবি তুলে ধরে রবিবার ফের কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করলেন ডেরেক ও’‌ব্রায়েন।

আজ ৩ মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিও টুইট করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ও’‌ব্রায়েন। সেথানে নরেন্দ্র মোদী সরকারকে রীতিমতো ঠুখেছেন তিনি।। ইংরেজি ভাষায় করা ওই টুইটে লেখা, ‘‌মিস্টার মোদী সংসদে আসুন এবং আমাদের কথা শুনুন।’‌ মাঝে বাদল অধিবেশনের সময়ই নয়াদিল্লি গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী জোটকে এককাট্টা করতেই তিনি করেছিলেন একাধিক বৈঠক। এবার বিরোধী ঐক্যের ছবি তুলে ধরতে টুইটে কংগ্রেস, সমাজবাদী পার্টি, শিব সেনা, টিআরএস, ডিএমকে, আরজেডি, এনসিপি এবং আম আদমি পার্টিকে ট্যাগ করেছেন তিনি। এমনকী টুইটিতে সিপিআইএম–কেও ট্যাগ করেছেন তৃণমূল কংগ্রেসের এই সাংসদ।

তিন মিনিটের ওই ভিডিও’‌তে বিভিন্ন ই্স্যুকে সামনে নিয়ে আসা হয়েছে। সেখানে সংসদের মধ্যে বিরোধী সংসদের সরব হতে দেখা গিয়েছে। কৃষি আইন থেকে পেগাসাস ইস্যু, আর্থিক মন্দা থেকে কর্মসংস্থানের অভাব–সহ নানা বিষয়ে সরকারকে তুলোধনা করতে দেখা গিয়েছে বিরোধীদের। কেন্দ্রের বিরুদ্ধে বারবার কষ্ঠরোধ করার অভিযোগ করেছে বিরোধীরা। ৩ মিনিটের ওই ভিডিও’‌তেও তাঁদের একই অভিযোগ প্রবলভাবে করতে শোনা গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*