‘প্রাইভেট প্লেয়ারের’ স্বার্থে বিদ্যুৎ বিলের বিরোধিতা মমতার! বিস্ফোরক শুভেন্দু অধিকারী

Spread the love

কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত বিদ্যুৎ সংশোধনী বিলের বিরোধিতা করে শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে ওই বিলকে জনস্বার্থ বিরোধী বলে তিনি দাবি করেন। গতবছর বিরোধীদের আপত্তিতে কেন্দ্রীয় সরকার ওই বিল পেশ করা থেকে বিরত থাকলেও এবার পুনরায় তার তোড়জোড় শুরু হয়েছে বলে মুখ্যমন্ত্রী চিঠিতে উদ্বেগ প্রকাশ করেছেন। এই পরিস্থিতিতে এবার রাজ্য সরকারকেই একহাত নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ট্যুইটে শুভেন্দু লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিদ্যুৎ সংশোধনী বিল ২০২০-র বিরোধিতা আসলে কুমিরের কান্না। এটা আসলে কলকাতার এক প্রাইভেট প্লেয়ার, যারা সবচেয়ে বেশি বিদ্যুৎ মাশুল নেয়, তাঁদের রক্ষা করার কৌশল। ব্যক্তিগত উদ্দেশ্যেই এই বিরোধিতা। প্রতিযোগিতা করতে হলে বিদ্যুৎ মাশুল কমানোর দিকে করুন।’

প্রসঙ্গত, নয়া বিদ্যুৎ আইনের খসড়া বলছে, বিদ্যুত বিলের পুরো টাকাটাই প্রথমে গ্রাহকদের দিয়ে দিতে হবে। পরে ভর্তুকির টাকা তাঁরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত পাবেন। কিন্তু এর ফলে বহু গ্রাহক টাকার অভাবে ঠিক সময়ে বিল মেটাতে পারবেন না বলেই আশঙ্কা প্রকাশ করে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। মোদিকে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেছেন, এমন পরিস্থিতিতে গ্রামের গরিবদের অনেকেরই বিদ্যুৎ সংযোগ কাটা পড়বে।

তবে এখানেই শেষ নয়, সংবিধানে বিদ্যুৎ একটি যৌথ তালিকাভুক্ত বিষয়, সেই কথা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, এই বিল পাশের ফলে বিদ্যুৎ ক্ষেত্রে রাজ্যের নিয়ন্ত্রণ থাকবে না। যা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য ক্ষতিকর। চিঠিতে প্রধানমন্ত্রীকে মমতা মনে করিয়ে দিয়েছেন, ‘২০২০ সালের ১২ জুন চিঠি লিখে আমি ওই বিতর্কিত বিলে খামতির দিকগুলি আপনার কাছে তুলে ধরেছিলাম’। এবার মমতাকেই পাল্টা বিঁধলেন শুভেন্দু অধিকারী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*