অধিবেশনের শেষ সপ্তাহের রণকৌশল তৈরি করতে একজোট বিরোধীরা

Spread the love

আজ শুরু হয়ে গেল সংসদের বাদল অধিবেশনের শেষ সপ্তাহ। সোমবার অধিবেশন শুরুর আগে শেষ সপ্তাহের রণকৌশল তৈরি করতে বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠক ডাকেন বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধীও। তৃণমূলের তরফে বৈঠকে প্রতিনিধিত্ব করেন অর্পিতা ঘোষ এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়।

সংসদে বাদল অধিবেশনের শুরুর দিন থেকেই বিরোধীদের একের পর এক আক্রমণে বিদ্ধ হয়েছে কেন্দ্র। দফায় দফায় উত্তাল হয়েছে সংসদ ভবন। বিশেষ করে পেগাসাস ইস্যু প্রকাশ্যে আসার পর থেকে আরও চাপ বেড়েছে কেন্দ্রের উপর। এখনও পেগাসাস ইস্যুতে নিজেদের অবস্থানে অনঢ় থাকছে বিরোধী দলগুলি।

উল্লেখ্য রবিবারই তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন একটি ভিডিয়ো টুইট করেছিলেন। লিখেছিলেন, প্রধানমন্ত্রী সংসদে এসে আমাদের কথা শুনুন। সেই টুইটের ভিডিয়োটি মল্লিকার্জুন খাড়গেও শেয়ার করেছিলেন। ওবিসি সংশোধনী বিল পাসের ক্ষেত্রে সব বিরোধী দলগুলি সম্মতি জানিয়েছেন। এছাড়া সংবিধান সংশোধনী বিল, ২০২১-এও সম্মতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*