মঙ্গলবার বন্যা পরিস্থিতি পরিদর্শনে ঘাটালে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার আগে সোমবার ঘাটাল অনুকুল আশ্রম মাঠে চলছে জোরকদমে প্রস্তুতি ৷ হেলিপ্যাড তৈরি থেকে নিরাপত্তা ব্যবস্থা, সবই খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট আধিকারিকরা ৷ এই নিয়ে দফায় দফায় বৈঠক করছে প্রশাসন থেকে পুলিশ আধিকারিকরা। মুখ্যমন্ত্রী হেলিপ্যাডে নেমে কোন কোন এলাকা পরিদর্শন করবেন তারও রুট ম্যাপ ঠিক করছেন প্রশাসনের আধিকারিকরা।
ঘাটালের জলমগ্ন এলাকাগুলি থেকে ধীরগতিতে জল নামলেও ঘাটালবাসীর চিন্তা বাড়াচ্ছে আবহাওয়ার খামখেয়ালিপনা। বিশেষ করে শনিবার রাত থেকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে ফের এলাকাগুলি জলমগ্ন হওয়ার আশঙ্কা। শিলাবতী নদীর জলস্তর আগের থেকে অনেকটাই কমেছে কিন্তু নতুন করে বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা ৷
জল নামতে শুরু করলেও এখনও ঘাটাল ব্লক ও পৌরসভার একাধিক এলাকায় জল জমে রয়েছে। ঘাটাল পৌরসভার ২নং ওয়ার্ডের আড়গড়া রাজ্যসড়কে এখনও নৌকা চেপে যাতায়াত করছেন মানুষ ৷ ঘাটালের ১২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে অধিকাংশই জলমগ্ন ৷ ঘাটাল পৌরসভার ১৭টি ওয়ার্ডের ১১টি ওয়ার্ডে এখনও জল জমে রয়েছে ৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে ঘাটাল সফরে আসার সময় আকাশ থেকে বন্যা পরিস্থিতি দেখার পরে তিনি মাঠে নামবেন এবং সেখান থেকে একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন এবং ত্রাণ বিলি করবেন ৷ তবে খানাকুলের মতো আবহাওয়া খারাপ থাকলে সেক্ষেত্রে হেলিকপ্টারের পাশাপাশি যদি মুখ্যমন্ত্রীর রোড সফর হয় সেই প্রস্তুতিও নিচ্ছে জেলা প্রশাসন ।
Be the first to comment