সামনের সারিতে দাঁড়িয়ে শতাব্দী রায়, কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায়, সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়ের মতো তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট সাংসদরা। আর তাঁদের ঠিক পিছনেই দাঁড়িয়ে রয়েছেন তিনি ৷ হাতে ধরে থাকা কালো রঙের প্ল্যাকার্ডে হলুদ আর সাদা হরফে জ্বলজ্বল করছে চারটে শব্দ ৷ তাতে লেখা, ‘‘ত্রিপুরায় স্বৈরতন্ত্র নিপাত যাক’’ ৷ বাকি সাংসদদের সঙ্গে গলা মিলিয়ে স্লোগানও তুলছেন। ইস্যু, ত্রিপুরায় তৃণমূলের যুব নেতাদের উপর হামলা ৷ নিশানায়, ত্রিপুরা তথা কেন্দ্রের প্রধান শাসকদল বিজেপি ৷
সোমবার দিল্লির সংসদ ভবন চত্বরে আবারও একবার কেন্দ্রবিরোধী ভূমিকায় সক্রিয় হলেন বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল ৷ আর সংবাদ মাধ্যমে সেই ছবি প্রকাশ্যে আসতেই সুনীলের রাজনৈতিক অবস্থান নিয়ে ফের শুরু হল জলঘোলা ৷ সোমবার সুনীলকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান, তিনি তৃণমূলের ছিলেন, তৃণমূলেই আছেন ৷ তাই দলের প্রতিবাদ কর্মসূচিতে থাকাটাই তাঁর পক্ষে স্বাভাবিক। এমনকী, নিজের সঙ্গে বিজেপির কোনও সম্পর্কই মানতে রাজি হননি সুনীল ৷
Be the first to comment