সোমবার বিজেপির মশাল মিছিলকে কেন্দ্র করে বিকেল গড়াতেই জায়গায় জায়গায় শুরু হলো উত্তেজনা। সোমবার অর্থাৎ ৯ আগস্ট থেকে সপ্তাহব্যাপী বিজেপির বাংলা বাঁচাও সপ্তাহ উদযাপন কর্মসূচি রয়েছে। তার প্রথম দিনই ছিল মশাল মিছিল। আর এই মিছিলকে ঘিরে মুরলীধর সেন লেন, ভবানীপুরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তির অভিযোগ ওঠে। বিজেপির রাজ্য দফতর থেকে মিছিল বেরোতেই করোনা পরিস্থিতির কারণে তা আটকে দেয় কলকাতা পুলিশ। এরপরই শুরু হয় গোলমাল। বিজেপি অফিসের সামনে থেকে ৭ জনকে আটক করে পুলিশ।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে মশাল মিছিলে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। পুলিশের অভিযোগ, এদিন নিষেধাজ্ঞা অমান্য করেই মশাল হাতে পথে নামেন বিজেপি কর্মীরা। আর সেই কারনেই দলীয় দফতর থেকে বেরোতে না বেরোতেই পুলিশের ব্যারিকেড তাদের রুখে দেয়। এরপরই রাস্তায় বসে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। মিছিলে রয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।
পাশাপাশি সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মতো ভবানীপুরে বিজেপির খুব বেশি কর্মী সমর্থক এদিন জমায়েত করেননি। অল্প সংখ্যক বিজেপি কর্মীরাই পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচিতে অংশ নিতে আসেন। তবে জমায়েত দেখেই পুলিশ প্রিজন ভ্যানে বিজেপি কর্মীদের তুলতে শুরু করে। এছাড়া বেহালায় বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে এদিন মোবাইল ফোনের টর্চ জ্বেলে মিছিল বের করা হয়। তবে বেহালা ব্লাইন্ড স্কুলের কাছ থেকে ডায়মন্ড হারবার রোডের উপর মিছিল শুরু করে কিছুটা যাওয়ার পরই বেহালা পুলিশ মিছিল আটকে দেয়।
Be the first to comment