অভিষেকের বিরুদ্ধে মামলা ত্রিপুরা পুলিশের, এফআইআরে নাম কুণাল-ব্রাত্যদেরও

Spread the love

খোয়াই থানা ঘেরাও করায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল ত্রিপুরা পুলিশ। মামলায় নাম রয়েছে কুণাল ঘোষ, ব্রাত্য বসু, দোলা সেনেরও। এফআইআরে নাম রয়েছে ত্রিপুরা তৃণমূলের নেতা সুবল ভৌমিক এবং প্রকাশ দাসও। রবিবার খোয়াই থানায় তৃণমূলের ধর্নার জেরে এফআইআর দায়ের করা হয়েছে।

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে এফআইআরটি রুজু করা হয়েছে। তবে এখনও পর্যন্ত পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এফআইআরে পুলিশের কাজে বাধা দেওয়া, পুলিশকে কটুক্তি করার অভিযোগ রয়েছে। অভিযুক্তদের আদালতে পেশ করতে গিয়েও পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। সেই কারণে সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে বলেও লেখা হয়েছে এফআইআরে।

যদিও এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বিজেপি ভয় পেয়েই এই ধরনের কাজ করছে বলে কটাক্ষ করেন তিনি। টুইটারে কুণাল লিখেছেন, “অন্যায়ভাবে ধৃত তৃণমূল কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য গুচ্ছের মিথ্যা অভিযোগ দিয়ে অভিষেক, ব্রাত্য, দোলা, আমি, সুবলদা, প্রকাশদার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৬/৩৪ ধারায় নিজের থেকে মামলা করল খোয়াই থানার পুলিশ ।”

এরপর আরও একটি টুইট করেন কুণাল ঘোষ। সেখানে তিনি লেখেন, ” আমরা কোর্ট যেতে বাধা দিইনি। ধৃতদের ধারাগুলি জানতে চেয়েছি। এসকর্ট দিয়ে ফাঁসানোর অভিযোগ করছি। আইনজীবী আসা পর্যন্ত সময় চেয়েছি। বিজেপি থানা ঘিরেছিল। আমরাই ওদের নিয়ে কোর্টে বেরিয়েছি। কোর্টে সেদিন পুলিশ কোনও এরকম অভিযোগ করেনি। আমরা কোনও সরকারি কাজে বাধা দিইনি। “

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*