নির্ধারিত সময়ের দু’দিন আগেই শেষ হয়ে গেল লোকসভার বাদল অধিবেশন। বুধবার বেলা ১১ টা ১৫ মিনিট নাগাদ লোকসভায় বাদল অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়। নির্ধারিত সূচি অনুযায়ী, অধিবেশন চলার কথা ছিল ১৩ আগস্ট (শুক্রবার) পর্যন্ত।
সংসদের বাদল অধিবেশন শুরুর আগের দিনই পেগাসাস ইস্যু প্রকাশ্যে আসে। ফোনে আড়ি পাতার অভিযোগ ওঠে কেন্দ্রের বিরুদ্ধে। সাংবাদিক, বিরোধী নেতা থেকে শুরু করে বিজেপির নেতা-মন্ত্রীদের নামও উঠে আসে সেই তালিকায়। এরপর থেকেই বিরোধীদের নিশানায় কেন্দ্র। বাদল অধিবেশনের একেবারে প্রথম দিন থেকেই পেগাসাস ইস্যুতে দফায় দফায় উত্তাল হয়েছে সংসদ ভবন। বার বার অধিবেশন মুলতুবি হয়েছে। সংসদের কার্যপ্রণালি অচল হয়েছে। আর এই অচলাবস্থার কারণেই নির্ধারিত সময়ের দু’দিন আগেই শেষ করে দেওয়া হয় লোকসভার বাদল অধিবেশন।
Be the first to comment