১৬ আগস্ট থেকে দুয়ারে সরকার, মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মওঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

দুয়ারে সরকারে ৯৯ শতাংশ মানুষ উপকৃত হয়েছেন ৷ বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানালেন, নতুন করে ১৬ আগস্ট থেকে ফের দুয়ারে সরকার শুরু হবে ৷ চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ৷ এই পর্যায়ে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম দেওয়া হবে দুয়ারে সরকার কর্মসূচিতে ৷ বিনামূল্যে মিলবে ফর্ম ৷

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আলাদা কাউন্টার থাকবে। ফর্ম ফিল আপে থাকছে বিশেষ নিয়ম। ফর্মে থাকবে ইউনিক নম্বর ৷ সেই নম্বর নথিভুক্ত হবে সরকারের খতিয়ানে। এই নম্বর ছাড়া ফর্ম ফিল আপ করা যাবে না। মুখ্যমন্ত্রী আরও জানান, লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথীর ফর্মেও থাকবে ইউনিক নম্বর । এদিন একটি ফোন নম্বরও দেন মুখ্যমন্ত্রী ৷ যেখানে লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত যে কোনও অভিযোগ জানানো হবে ৷ সেই নম্বরটি হল ১৭০৭/ ২২১৪৩৫২৬ ৷ মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, ভাইফোঁটার দিনে দুয়ারে রেশন প্রকল্প শুরু হবে ৷ কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে কারা আবেদন করতে পারবেন ?

মুখ্যমন্ত্রী বলেন, “যাঁরা সরকারি চাকরি করেন, পেনশন পান কিংবা ভাল বেসরকারি চাকরি করেন, তাঁরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। অন্যরা মাসে ৫০০ এবং তফসিলি জাতি উপজাতি সম্প্রদায়ভুক্ত মহিলারা মাসিক ১ হাজার টাকা করে পাবেন।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*