অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে, আর আমাদের নামে মামলা হচ্ছেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

বৃহস্পতিবার বিকেলে আবারও ত্রিপুরায় আক্রান্ত যুব তৃণমূল নেতাদের দেখতে এসএসকেএম হাসপাতালে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি সুদীপ রাহা এবং জয়া দত্তকে দেখতে যান দলনেত্রী। হাসপাতাল চত্বরে দাঁড়িয়েই ত্রিপুরা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, “ত্রিপুরাতে বদল হবে। বদল হবে দিল্লিতেও ৷”

এদিন তৃণমূল নেত্রীর সঙ্গে সুদীপ ও জয়াকে দেখতে হাসপাতালে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ যুবনেতাদের দেখে বাইরে এসে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ত্রিপুরাতে আজকাল বর্বরদের রাজত্ব চলছে। তাই বিজেপিকে কারও ভোট দেওয়া উচিত নয় । কেন্দ্রীয় সরকার জবাব দিন ত্রিপুরায় কোথায় গেল জাতীয় মানবাধিকার কমিশন?”

এইসঙ্গে এদিন পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের সাম্প্রতিক রিপোর্ট প্রসঙ্গে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন, “জাতীয় মানবাধিকার কমিশনের তরফে যাঁরা রাজ্যে এসেছিলেন, তাঁরা সবাই বিজেপির লোক। ত্রিপুরা বা অসমে কোথায় জাতীয় মানবাধিকার কমিশন? যেখানে এয়ারপোর্টে নামলেই জিজ্ঞাসা করে হচ্ছে, সে কোন দলের সমর্থক ৷”

উল্লেখ্য, সুদীপ রাহা ও জয়া দত্তকে দেখার পাশাপাশি হাসপাতালে ভর্তি নিজের বোনকেও দেখতে যান মমতা। একইসঙ্গে নিজের পায়ের স্ক্যান করিয়েছেন বলেও জানান মুখ্যমন্ত্রী। বলেন, “আমার পাটাও একটু দেখানোর ছিল। তাই এসেছিলাম ৷ একবার স্ক্যান করিয়ে নিলাম ৷” প্রসঙ্গত, নির্বাচন পূর্ববর্তী সময়ে নন্দীগ্রামে প্রচারে গিয়ে বিরুলিয়া বাজারে পায়ে আঘাত পেয়েছিলেন মমতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*